কুমিল্লার জননন্দিত নেতা হাজী আ ক ম বাহউদ্দিন বাহার এর সাথে সাক্ষাৎ করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের নবাগত চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম ও নবাগত সচিব নুর মোহাম্মদ।
শনিবার (২২ জুন) সংসদ সদস্যের মুন্সেফবাড়ি কার্যালয়ে সাক্ষাৎ করেন নবাগত চেয়ারম্যান ও সচিব।
সাক্ষাৎকালে আ ক ম বাহাউদ্দিন বাহার এর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম ও নবাগত সচিব নুর মোহাম্মদ।
এ সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মচারি সমিতির সভাপতি মোঃ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মুকবুল আহাম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও সেকশন অফিসার মামুনুর রশিদ সহ শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে কুমিল্লা সদর আসনের তিন বারের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, শিক্ষা বোর্ডের ঐতিহ্য ও সুনাম বজায় রাখার জন্যে সকলে মিলে কাজ করতে হবে, পাশাপাশি শিক্ষার মান ঠিক রাখাতে শিক্ষা বোর্ডের অধিনে সকল স্কুল ও কলেজে নিয়মিত মনিটরিং বাড়াতে হবে।