কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বুড়িচংয়ে কংশনগর-রামচন্দ্রপুর সড়কটির বেহাল দশা

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের গোমতী নদীর বাঁধ সংলগ্ন কংশনগর-হাসনাবাদ-রামচন্দ্রপুর গ্রামের প্রধান সড়কটি এক যুগেরও বেশী ধরে বেহাল দশায় পরিণত হয়েছে। এলাকার একমাত্র যোগাযোগ ব্যবস্থার এ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে।

বিশেষ করে স্কুল- কলেজগামী ছাত্র-ছাত্রী, ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল বহন করে থাকে।

তাছাড়া মুমূর্ষু রোগীকেও এ রাস্তা দিয়েই হাসপাতালে নিতে হয়। এলাকায় উৎপাদিত সকল ধরনের কৃষি পণ্যের যানবাহন এই সড়কের উপর দিয়ে যাতায়াত করে থাকে। অথচ এই গুরুত্বপূর্ণ রাস্তাটি একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

তাছাড়া এটি প্রায় ১যুগেরও বেশী ধরে বেহাল অবস্থায় রয়েছে যেন দেখার কেউ নেই। নির্বাচনী প্রতিশ্রুতিতে রাস্তাটি পাকা করার কথা বলা থাকলেও পরবর্তীতে আর কেউ তার খবর রাখে না। বিগত নির্বাচনে এ রাস্তাটি পাকা হওয়ার টেন্ডার হয়েছে বলে জানা গেলেও আদৌ তার কোন হদিস নেই।

তাই অতি শীঘ্রই রাস্তাটি পাকা করতে এলাকার একমাত্র ভরসা স্থানীয় এমপি আব্দুল মতিন খসরু মহোদয়ের সুদৃষ্টি কামনা করছেন এলাকার ভুক্তভোগী জনসাধারণ।

আরও পড়ুন