কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার ধেররা নামক স্থান থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ওসমান গণি এই তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে যাই। তবে কোনও পরিবহনের খোঁজ মেলেনি। রাস্তার পাশে পড়ে থাকা যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
তবে স্থানীয়রা বলছেন, চাঁদপুরগামী বালুবাহী ট্রাকের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর আহম্মেদ বলেন, নিহতের পরিচয় পাওয়া যায় নাই। বয়স আনুমানিক ৩০। মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হতে পারেন।