কুমিল্লা
রবিবার,২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ চৈত্র, ১৪২৯ | ৩ রমজান, ১৪৪৪
শিরোনাম:
কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন কুসিকে মেয়র প্রার্থী রিফাতের নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের কমিটি

চৌদ্দগ্রামে পশু ও মানুষের সাথে এ কেমন শত্রুতা!

কুমিল্লার চৌদ্দগ্রামে বসত বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে পাঁচটি গরু ও গরুর মালিকের ছেলেকে এসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। এতে একটি গরু আশঙ্কাজনক অবস্থায় জবাই ও আহত গরুর মালিকের ছেলে রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের লাউলাইশ গ্রামে এ ঘটে। তবে কে বা কারা এসিড নিক্ষেপ করেছে-এমন কোন তথ্য দিতে পারেনি আহত রুবেলের ভাই আজিম উদ্দিন।

মঙ্গলবার (২৫ জুন) সকালে সরেজমিন পরিদর্শনে গেলে স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে লাউলাইশ গ্রামের বাবুর্চি মাহবুবুল হকের সাথে পাশের এক পরিবারের বিরোধ চলছিল। এনিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময়ে মাহবুবুল হকসহ পরিবারের লোকদেরকে প্র্রাণ নাশের হুমকি দিয়ে আসছিল। সোমবার রাতে কে বা কারা মাহবুবুল হকের গোয়াল ঘরে পাঁচটি গরুর উপর এসিড নিক্ষেপ করে। বিষয়টি টের পেয়ে মাহবুবুল হকের ছেলে মোঃ রুবেল এগিয়ে আসলে তাকেও এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

বাড়ির লোকজন আহত রুবেলকে উদ্ধার শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে বলে জানায় তার ভাই আজিম উদ্দিন। খবর পেয়ে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমল চন্দ্র দাশসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমল চন্দ্র দাশ নতুন কুমিল্লা.কম-কে জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

আরও পড়ুন