কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে আদর্শ সদরের গুমতির দক্ষিণ পাড়ে এবং দুপুরে বুড়িচং উপজেলার রাজাপুর স্টেশন এলাকায় পৃথক ভাবে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজবাহুল আলম চৌধুরী নতুন কুমিল্লা.কম-কে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রেললাইন নির্মাতা প্রতিষ্ঠান ম্যাক্সের ড্রাইভার হাছান আলী (৩৫) বুড়িচং উপজেলার রাজাপুর স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়। হাছান আলীর বাড়ি মাগুরা জেলায়।
অপর দিকে সকাল সাড়ে ১০টায় অজ্ঞাত এক নারী আদর্শ সদর উপজেলার গুম নদীর দক্ষিণ পাড়ে ট্রেনে কাটা পড়ে নিহত হন।
খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। বুধবার (২৬ জুন) ময়নাতদন্তের জন্য নিতদের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে ইনচার্জ মিজবাহুল আলম চৌধুরী জানান।