কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের বেলতলী এলাকায় বুধবার (২৬ জুন) বিকেলে ছাত্র-ছাত্রীরা ক্যাম্পাস থেকে শহরে ফিরার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী নতুন কুমিল্লা.কম-কে জানান, ছাত্র-ছাত্রীদের বহনকারী বাসটি মহাসড়কে ওঠার সময় দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে লেগে। এ সময় গাড়িতে থাকা শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ট্রাকটির সামনের গ্লাস ভাংচুর করে এবং মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পরে স্থানীয়রা তাদের বুঝিয়ে শান্ত করলে তারা বাসে করে শহরে চলে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন নতুন কুমিল্লা.কম-কে বলেন, বিষয়টি দুঃখজনক। লিংক রোডে আনসার না থাকায় এমন ঘটনা ঘটেছে। আগামীকাল থেকে ওই স্থানে এক জন আনসার সদস্য দেওয়া হবে।