কুমিল্লার হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস সাত্তারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে বিদ্যালয় মিলনায়তনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুর রশিদ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম। বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর মো. রিয়াজুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্কুলের সাবেক শিক্ষক মকবুল হোসেন, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মঞ্জুরুল ইসলাম শামীম, সহকারি শিক্ষক আবদুল কুদ্দুস ও মো. মনিরুজ্জামান, পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স প্রমুখ।
বিদায়ী শিক্ষক মো. আবদুস সাত্তার ১৯৮৪ সালে চাকুরিতে যোগদান করে বর্ণাঢ্য চাকুরিজীবন শেষ করে অবসর গ্রহণ করেন।
তাকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কচি ছাত্র-ছাত্রী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় অশ্রæসিক্ত বিদায় জানিয়ে মাণপত্র পাঠ করেন- পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্রী মোহনা।