কুমিল্লা
শুক্রবার,৯ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৯ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

সাড়ে ৪ বছর পর কুবির নজরুল হল ছাত্রলীগের কমিটি

দীর্ঘ সাড়ে ৪বছর পর ২য় বারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। বাংলা ৯ম ব্যাচের শিক্ষার্থী ইমরান হোসাইনকে সভাপতি এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী আশিক আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ৮২ সদস্যের কমিটি গঠনের বিষয়টি জানা যায়।

কমিটিতে স্থান পাওয়া অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে রয়েছেন নাজমুল হাসান পলাশ, মেহরাব হোসেন শোভন, ফখরুদ্দিন পারভেজ, অমিত ভৌমিক, জাহিদুল ইসলাম, ইমাম হোসেন রুবেল। যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত ফয়েজ, সাদ ইবনে সাইদ, মাহমুদুর রহমান, আহসানুল হক শিপন, নিজাম উদ্দিন নিরব।

সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান হৃদয়, রুহুল আমিন হৃদয়, মহী উদ্দিন বাবর। প্রচার সম্পাদক কৃত্তি অনিমেষ, দপ্তর সম্পাদক বায়েজিদ বোস্তামি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তারেকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আকবর হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর কাজী নজরুল ইসলাম হলে প্রথম কমিটি দেওয়া হয়। বর্তমান কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন