বাংলাদেশ প্রেসকাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিকদের জীবনমান উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণের বিষয়টি গুরুত্ব দিয়ে তাদের তালিকাভূক্তির মাধ্যমে একটি ঐক্যবদ্ধ প্লাটফরমে আসা উচিত। এক্ষেত্রে সাংবাদিকদরা কোন বিভাজন, বিভেদ না রেখে এক হয়ে কাজ করতে হবে।
শনিবার (২৯ জুন) কুমিল্লা সার্কিট হাউজের কনফারেন্স রুমে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান এসব কথা বলেন।
এসময় ইউনিটির সভাপতি ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, সহসভাপতি সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকি তাপস, সাধারণ সম্পাদক দেশ রূপান্তর প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক যুগান্তর প্রতিনিধি আবুল খায়ের, সহসম্পাদক এস.এ টিভির প্রতিনিধি আবু মুসা এবং দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু,
দৈনিক ডাক প্রতিদিনের নির্বাহী সম্পাদক হাবিব জালাল, অনলাইন ভার্সন দৈনিক কুমিল্লার সম্পাদক মনির হোসেন, সাপ্তাহিক সমতটের কাগজ সম্পাদক জামাল উদ্দিন দামাল, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি আনোয়ার হোসেন, সিএনএন টিভির প্রতিনিধি রবিউল ইসলাম প্রমুখ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে প্রেস কাউন্সিল চেয়ারম্যান আরও বলেন, স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হলো একজন সাংবাদিকের মূল আদর্শ। আজকে অপসাংবাদিকতা এপেশাকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করছে। এসব ইয়েলো জার্নালিজম প্রতিরোধে প্রকৃত পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। তিনি জেলা পর্যায়ের প্রকৃত সাংবাদিকদের তালিকাভূক্তির মাধ্যমে তাদের জীবনমান ও স্বার্থ সংরক্ষণের জন্য স্থানীয় সাংবাদিক নেতাদের ভূমিকা অপরিহার্য বলেও উল্লেখ করেন।