কুমিল্লার চৌদ্দগ্রামের জগমহনপুরে নৈশকোচে পেট্রোলবোমা হামলায় আট জনকে পুড়িয়ে হত্যা মামলায় হুকুমের আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চার্জ গঠন শুনানি ফের পিছিয়েছেন আদালত।
রবিবার (৩০ জুন) চার্জ গঠন শুনানির নির্ধারিত তারিখ থাকলেও আদালত আগামী ২১ আগস্ট পরবর্তী দিন ধার্য করেন।
কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলী আকবর এ আদেশ দেন।
এ মামলায় খালেদা জিয়া জামিনে আছেন। অন্য মামলায় তিনি জেলহাজতে থাকায় তার আইনজীবীরা সময় প্রার্থনা করলে আদালত সময় মঞ্জুর করেন। মামলার এক নম্বর আসামি জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও অপর আসামি বিএনপির উপদেষ্টা মনিরুল হক চৌধুরী জামিনে থেকে মামলায় হাজিরা দেন।
খালেদা জিয়ার আইনজীবী কাইয়মূল হক রিংকু নতুন কুমিল্লা.কম-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ৮জন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন।
এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয় জন নেতাকে হুকুমের আসামি করা হয়। অভিযুক্তদের মধ্যে তিন জন মারা যান, ৫ জনকে চার্জশিটকে থেকে বাদ দেওয়া হয়।
খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।