কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

হোমনায় দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন

কুমিল্লার হোমনা উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে দুই দিনব্যাপী শিশু মেলার আয়োজন করেছে জেলা তথ্য অফিস। এ উপলক্ষে সোমবার (১ জুলাই) সকালে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা মজিদ। স্বাগত বক্তব্য রাখেন- জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবীর। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া,

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, প্রধান শিক্ষক লুৎফর রহমান, চন্দন লাল রায়, ছাত্রী রাহনুমা কবীর ইলমা প্রমুখ।

আগামীকাল (মঙ্গলবার) মেলার দ্বিতীয় দিনে-সাস্কৃতিক অনুষ্ঠান, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

আরও পড়ুন