কুমিল্লার দাউদকান্দিতে ২৫ কেজি গাঁজাসহ নয়ন তারা বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাজীপুর ফায়ার সার্ভিসের সামনে থেকে মঙ্গলবার (২ জুলাই) সকাল ৯টার দিকে যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ তাকে আটক করে।
আটক নয়ন তারা বেগম জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত লিয়াকত আলীর স্ত্রী।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ নতুন কুমিল্লা.কম-কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের গাজীপুর ফায়ার সার্ভিসের সামনে থেকে ঢাকা গামী রয়েল কোর্স এসি বাসে তল্লাশি চালিয়ে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ৬টি ভান্ডেলের মধ্যে রাখা ২৫ কেজি গাঁজাসহ গাজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় দাউদকান্দি হাইওয়ে থানায় মাদকদ্রব্য আইন আইনে মামলা দায়ের শেষে বিকেলে নয়ন তারাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি মোঃ আবুল কালাম আজাদ জানান।