কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ৪দিন পর পুকুর থেকে হালিমা আক্তার (৭) নামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) বিকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সিমানারপাড় গ্রামের নুরু মিয়ার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত হালিমা আক্তার উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মুকলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী এবং মুকলিশপুর গ্রামের প্রবাসী কবির হোসেনের মেয়ে।
বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম নতুন কুমিল্লাকে জানান, গত ২ জুলাই নিজ বাড়ি থেকে শিশু হালিমা আক্তার খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি পরিবার। শনিবার দুপুরে উপজেলার সীমানার পাড় নুরু মিয়ার পুকুরে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাঙ্গরা বাজার থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।