কুমিল্লায় বাস চাপায় রঞ্জিত দত্ত (৬০) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু ঘটেছে।
শনিবার (৬ জুলাই) রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলাধীন কোরপাই মিল গেইট এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত রঞ্জিত দত্ত জেলার বুড়িচং উপজেলার কাকিয়ারচর গ্রামের মৃত সনাতন দত্তের ছেলে। তিনি কোরপাই মিল গেইট বাজার এলাকায় পল্লী চিকিৎসার পাশপাশি ওষুধ বিক্রি করতেন।
স্থানীয় বাসিন্দা জুয়েল জানান, শনিবার রাত সাড়ে ৯টায় দোকান বন্ধ করে রঞ্জিত ডাক্তার মেয়ের বাড়ি চান্দিনা সাহাপাড়া এলাকায় যাওয়ার উদ্দেশ্যে মহাসড়ক পাড়াপাড়ের সময় চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রঞ্জিত ডাক্তার।
হাইওয়ে পুলিশ ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে নতুন কুমিল্লা.কম-কে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে বলে তিনি জানান।