কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় ট্রাক বোঝাই অবৈধ সেগুন কাঠ জব্দ

কুমিল্লায় ছয় লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন কাঠসহ একটি ট্রাক আটক করেছে বন বিভাগ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার চাষাড়া এলাকা থেকে শনিবার (৬ জুলাই) রাত ৮টার দিকে আটক করা হয়।

কুমিল্লা বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মো. তোষাররফ হোসেন নতুন কুমিল্লা.কম-কে জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের সামনে ঢাকাগামী একটি ট্রাককে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। চালক গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে পালাতে চেষ্টা করে।

পরে ধাওয়া করলে মহাড়কের চাষাড়া এলাকায় চালক ও হেল্পার ট্রাকটি রেখে পালিয়ে যায়। এ সময় তল্লাশি করে ট্রাকের ভেতর প্রায় তিনশ’ ঘনফুট কাঠ জব্দ করা হয়। গাড়ির মধ্যে কাঠের বৈধতার পক্ষে কোনও কাগজপত্র এবং বন বিভাগের হাতুড়ির চিহ্ন পাওয়া যায়নি। জব্দ কাঠের বর্তমান বাজার মূল্য ৬ লাখ টাকা।

ফরেস্ট রেঞ্জার মো. তোষাররফ হোসেন আরও জানান, জব্দ কাঠ এবং আটক হওয়া ট্রাক কুমিল্লা শাকতলা বন বিভাগের কার্যালয়ে আনা হয়েছে। এ ব্যাপারে রবিবার (৭ জুলাই) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন