কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষের সাথে কুভিক সাংবাদিক সমিতির সাক্ষাৎ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) কার্যনির্বাহি কমিটির নেতৃবৃন্দ কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

রবিবার (৭জুলাই) ১২ টায় ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখা অধ্যক্ষের কার্যালয়ে ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) সভাপতি মাহদী হাসান নেতৃত্বে নবাগত অধ্যক্ষকে শুভেচ্ছা উপহার দেওয়ার মধ্যদিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময় শেষে কুভিক অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন ভূঁইয়া বলেন, সাংবাদিকতা হলো একটি মহান পেশা। ভিক্টোরিয়া কলেজ আমাদের সবার। কলেজের ভাল ও উন্নয়নমূলক সংবাদ উপস্থাপন করে সবার সামনে ইতিবাচক ইমেজ তৈরী করতে হবে। এইক্ষেত্রে সাংবাদিকদের কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, আমরা সব সময় সাংবাদিক সমিতির পাশে আছি, ভবিষ্যতেও থাকব। তোমরা সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতাকে বেশি গুরুত্ব দিবে সাথে সাথে সংবাদের স্বচ্ছতা বজায় রাখবে।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি’র (কুভিকসাস) সহ সভাপতি আর কে নিরব, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আকাশ, আশিক ইরান, অফিস সম্পাদক আবু সুফিয়ান রাসেল, নির্বাহী সদস্য রুবেল মজুমদার সহ অন্যান্য সদস্যবৃন্দ।

আরও পড়ুন