কুমিল্লার বুড়িচংয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামী মোঃ কামাল হোসেনকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাকারে পাঠানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানা পুলিশ উপজেলার লড়িবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ কামাল হোসেন রাজাপুর ইউনিয়নের লড়িবাগ গ্রামে মৃত বজলু মিয়ার ছেলে।
বুড়িচং থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দিন নতুন কুমিল্লা.কম-কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে লড়িবাগ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ২০১০ সালে বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) এর একটি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত হয়েছে। ওই মামলায় কামাল হোসেন দীর্ঘদিন ধরে পালাতক রয়েছে।
সোমবার (৮ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রয়ী কারাগারে পাঠানো হয়েছে বলে এএসআই মহিউদ্দিন জানান।