কুমিল্লার হোমনায় অগ্নিকান্ডে দুই বসত ঘর ভস্মীভূত হয়েছে। এতে আগুনে ঘরের আলমিরায় থাকা নগদ তিন লাখ টাকাসহ আলমিরা, ঘরে থাকা টিভি, ফ্রিজ, খাটিয়া ও অন্যান্য আসবাবপত্রসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান গৃহকর্তা।
রবিবার (৭ জুলাই) গভীর রাতে উপজেলার আসাদপুর ইউনিয়নের দাড়িকান্দি গ্রামের খুরশিদ মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বাড়ির মালিক খুরশিদ মিয়া জানান, রাত ১০টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে হঠাৎ আগুনের তাপে ঘুম ভাঙলে দেখি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এসময় পরিবারের সকল সদস্যদের নিয়ে কোনো রকম ঘর থেকে বের হই। তারপর আমাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে।
খবর পেয়ে হোমনা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও এতক্ষণে আমার দুই ঘরসহ সব মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।
হোমনা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আশিকুর রহমান নতুন কুমিল্লা.কম-কে বলেন, আমরা খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আসাদপুর ইউপি চেয়ারম্যান মো.জালাল উদ্দিন পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।