কুমিল্লার বরুড়ায় সড়কের পাশ থেকে এক অজ্ঞাত বৃদ্ধের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের বরুড়া-লালমাই সড়কের বইছাপুকুরিয়া নামক স্থানে ওই মরদেহ উদ্ধার করা হয়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ নতুন কুমিল্লা.কম-কে জানান, মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বরুড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখনও তার পরিচয় জানা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যেতে পারেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল জলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ জানান।