সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কুমিল্লায় পুলিশ কনস্টেবল পদে ৩০৭ জনকে ১০৩ টাকায় চাকরি দিয়ে দৃষ্টান্ত স্হাপন করলেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। চাকরি পাওয়াদের মধ্যে বেশির ভাগই দরিদ্র-অসহায় পরিবারের সন্তান।
সোমবার (৮ জুলাই) রাতে কুমিল্লা মহানগরীর পুলিশ লাইনের শহীদ আর আই এ বি আবদুল হালিম মিলনায়তনে জেলার পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার পর উল্লাসে মেতে উঠতে দেখা যায় কৃতকার্য পরীক্ষার্থীদের। কেউ চাকরি পেয়ে হাউমাউ করে কেঁদে উঠেন। কেউ বা নিজের ওড়না দিয়ে আনন্দঅশ্রু মুছেন। এ এক আনন্দমুখর ও ঐতিহাসিক মুহূর্ত । এবার ১০৩ টাকায় চাকরি পেলেন অসহায়-দরিদ্র পরিবারের অসংখ্য সন্তানেরা। এ এক বিরল ঘটনার জন্ম দিল কুমিল্লা জেলা পুলিশ।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ৩০৭ জনকে অভিনন্দন জানিয়ে ফলাফল ঘোষণার পর কৃতকার্য সবাইকে নিয়ে ছবির ফ্রেমে আবদ্ধ হোন।