কুমিল্লা
বৃহস্পতিবার,২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৩ আশ্বিন, ১৪৩০ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বরুড়ায় হত্যা মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রতীকী ছবি

কুমিল্লায় দেবরের ছেলেকে শ্বাসরোধে হত্যার দায়ে হোসনেয়ারা বেগম (৩৫) নামে এক নারীকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী এ রায় দেন।

সাজাপ্রাপ্ত হোসনেয়ারা বেগম জেলার বরুড়া উপজেলার শাকপুর গ্রামের আবুল বাশারের স্ত্রী।

মামলার তদন্ত কর্মকর্তা বরুড়া থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন আহম্মদ নতুন কুমিল্লা.কম-কে জানান, ২০১৬ সালের ৩১ মার্চ বিকালে বরুড়া শাকপুর গ্রাম থেকে আবুল কাশেম নামের একব্যক্তির সাত বছর বয়সী ছেলে ইব্রাহীম খলিল নিখোঁজ হয়। নিখোঁজের তিনদিন পর ২ এপ্রিল ট্যাংকের ভেতর থেকে ইব্রাহীমের লাশ উদ্ধার করে পুলিশ।

পরে শিশুটির বাবা আবুল কাশেম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন। গত বছরের ৫ আগস্ট হোসনেয়ারা বেগমকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

দেবর আবুল কাশেমের স্ত্রীর সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব থেকে তাদের ছেলে ইব্রাহীম খলিলকে শ্বাসসরোধে হত্যা করেন হোসনেয়ারা বেগম। পরে লাশ বাড়ির পুরাতন ময়লার ট্যাংকে গুমের চেষ্টা করেন। আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হোসনেয়ারা বেগম এসব তথ্য স্বীকার করেছেন বলে অফিসার ইনচার্জ আজম উদ্দিন আহম্মদ জানান।

আরও পড়ুন