কুমিল্লা
বৃহস্পতিবার,২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৩ আশ্বিন, ১৪৩০ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রমিক সমাবেশ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রেজি: নং- ১৭২৪ এর অন্তর্ভুক্ত চট্রগ্রাম বিভাগ উত্তর পশ্চিমাঞ্চল আঞ্চলিক কমিটি কর্তৃক কুমিল্লা জেলা সড়ক পরিবহন শ্রমিকদের সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুলাই) পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আঞ্চলিক কমিটির সভাপতি হাজী মো: আবুল বাহার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক কাজী মোতাহার হোসেন।

বক্তারা বলেন, সড়ক পরিবহন বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে। সরকার সড়ক পরিবহন আইনের নামে পরিবহন শ্রমিকদের স্বার্থ বিরোধী আইন করে শ্রমিকদের নিয়ন্ত্রনের অপচেষ্টা চালাচ্ছে। স্বার্থান্বেষীরা হাইকোটের উপর ভর করে শ্রমিকদের স্বার্থ বিরোধী আইন প্রণয়ন করছে। পরিবহন শ্রমিকদের অধিকার আদায়ে সকলে ঐক্যবদ্ধ থেকে সঠিক সময়ে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।

বক্তারা আরো বলেন,পরিবহন শ্রমিকদের গাড়ি চালানোর সময় আরো সচেতন হতে হবে। চালকরা নিজেদের ত্রুটিমুক্ত রাখতে পারলে সরকার থেকে শ্রমিকদের সকল অধিকার আদায় করা সহজ হবে।

আঞ্চলিক কমিটির সহ-সভাপতি গোলাম রসূল এর সভাপতিত্বে ও আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক মো: তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কমিটির কার্যকারী সভাপতি হাজী শাহাজান,আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলী, জালাল হাজারী, আঞ্চলিক কমিটির উপদেষ্টা আজম চৌধুরী, আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মিন্টু,

আঞ্চলিক কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক,সেলিম আহম্মেদ,আঞ্চলিক কমিটির লাইন সম্পাদক নুরুল হক সরকার,লাকসাম শাখার সাধারণ সম্পাদক মোতালেব হোসেন প্রমুখ। এ সময় ছয় জেলার শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন