কুমিল্লা
বৃহস্পতিবার,২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৩ আশ্বিন, ১৪৩০ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় অপহরণের পর কৌশলে বাঁচলো তাসলিমা

কুমিল্লার লালমাইয়ে অপহরণের পর কৌশলে পালিয়ে বাঁচলো মাদ্রাসাছাত্রী তাসলিমা আক্তার (১৫)। শনিবার (১৩ জুলাই) সকালে মক্তবে যাওয়ার পথে উপজেলার পেরুল গ্রামে থেকে তাকে মাইক্রোবাস যোগে আপহরণ করে এক নারী।

অপহৃত তাসলিমা আক্তার উপজেলার কাঁকসার গ্রামের কালাম মিয়ার মেয়ে তাসলিমা এবং স্থানীয় ফয়েজগঞ্জ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সপ্তম শ্রেণি ছাত্র। সে উপজেলার পেরুল গ্রামে নানার বাড়িতে থেকে পড়ালেখা করে আসছে।

তাসলিমা মামা মফিজুর রহমান জানান, তাসলিমা প্রতিদিনের মতো সকাল ৬টার দিকে মক্তবে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বাড়ির বাইরে বোরকা পরা এক নারী তার কাছে সাহায্য চায়। এক পর্যায়ে রাস্তা পার হওয়ার সময় ওই নারী পেছন থেকে তাকে অচেতন করে কালো কাচের মাক্রোবাসে উঠিয়ে নেয়।

মাইক্রোবাসটি সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর পৌঁছুলে তার জ্ঞান ফেরে। এ সময় সে গাড়িতে আরও দু’টি বাচ্চা দেখতে পায়। তারা দু’জন কান্না করছে। কিছু সময় পার গাড়ি থামিয়ে আপহরণকারী ওই নারী মোবাইলে কথা বলতে নামেন। ওই সময় তাসলিমা কৌশলে গাড়ি থেকে নেমে পালিয়ে আসে। বিষয়টি লালমাই পুলিশকে আমরা অবগত করেছি।

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউল আলম বলেন, অপহরণের চেষ্টার বিষয়টি আমরা শুনেছি। তবে এ ঘটনায় কোনও সাক্ষী-প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

আরও পড়ুন