কুমিল্লা
বৃহস্পতিবার,২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৩ আশ্বিন, ১৪৩০ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মুরাদনগরে রেনেসাঁ ফুটবল টুর্ণামেন্ট ফাইনালে বি-চাপিতলা চ্যাম্পিয়ন

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের পাঁচকিত্তায় রেনেসাঁ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বি-চাপিতলা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয় মাঠে বালুয়াকান্দি একাদশ ও বি-চাপিতলা একাদশের মধ্যে এই ফাইনাল খেলার আয়োজন করে রেনেসাঁ সাংস্কৃতিক সংসদ (রেনাস)।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।

পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের সভাপতি গোলাম কিবরিয়া খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ আবুল কালাম আজাদ (তমাল), কুমিল্লা উত্তর জেলা আ’লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, রামচন্দ্রপুর দক্ষিন ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ সরকার।

অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আল আমিন সরকার, ব্যারিস্টার আবদুল বাতেন, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, এ্যাডঃ মহসিন মিয়া, ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কাশেম, যুবলীগ নেতা আবু মুছা, রেনেসাঁ সাংস্কৃতিক সংসদ (রেনাস) এর সভাপতি নাজমুল ইসলাম সাই প্রমুখ।

টান টান উত্তেজনাপূর্ণ খেলায় বি-চাপিতলা একাদশ-বালুয়াকান্দি একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। খেলায় বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ প্রদান করা হয়।

আরও পড়ুন