কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা থেকে যশোরে গিয়ে সোনার দোকান রেকি করে চুরি!

যশোরে সোনার দোকানে চুরির ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরির নগদ দেড় লাখ টাকা ও প্রায় সাড়ে তিন ভরি সোনা। এ টিমের লিডার ছিলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুন্দর আলীর ছেলে আব্দুল।

সে চুরির তিন মাস আগে যশোরের ‘প্রিয়াঙ্গন জুয়েলার্স’ রেকি করে। এরপর তার দলের অন্য সদস্যরা ঘটনার তিন দিন আগে যশোরে আসে।

শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী।

তিনি বলেন, আব্দুলকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। তাকে গ্রেফতার করা হলে বাকি স্বর্ণ উদ্ধার করা সম্ভব হবে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, চট্টগ্রাম, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হয়েছে। গত ২৭ জুন বিকালে প্রিয়াঙ্গন জুয়েলার্সে চুরি হয়। চোরেরা জুয়েলার্স থেকে প্রায় ৪৮ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে।

এ ঘটনায় জুয়েলার্স মালিক অমিত রায় আনন্দ অজ্ঞাতনামা আসামি করে মামলা করলে ডিবি পুলিশ তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ১১ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা থেকে আব্দুর রহিম বাদশা নামে একজনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রামের বাকলিয়া থেকে সোহেল, কুমিল্লার মুরাদনগর থেকে উজ্জ্বল ও রাঙামাটি থেকে সুমনকে গ্রেফতার করা হয়।

এছাড়া সোহেলের বাড়ি থেকে দেড় লাখ টাকা এবং ৩ ভরি ৭ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

এএসপি গোলাম রব্বানী বলেন, চুরির ঘটনায় মোট ৯ জন জড়িত। অপর ৫ জনকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। সংঘবদ্ধ এ চক্রটি দেশের বিভিন্ন স্থানে একইভাবে দিনের বেলায় চুরি করে থাকে।

আরও পড়ুন