কুমিল্লা
শুক্রবার,৯ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৯ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চান্দিনায় কিশোরী ধর্ষণের অভিযোগে রাকিব উদ্দিন গ্রেফতার

কুমিল্লার চান্দিনায় কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে রাকিব উদ্দিন (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার রামেশ্বর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে শনিবার (১৩ জুলাই) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। রাকিব চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের রামেশ্বর গ্রামের বাসিন্দা।

চান্দিনা থানার উপ-পরিদর্শক আহাদ নতুন কুমিল্লা.কম-কে জানান, গত ৫ জুলাই ভুক্তভোগীর মা কাজে বাড়ির বাইরে ছিলেন। দুপুরে বাড়িতে একা পেয়ে রাকিব ওই কিশোরীকে ধর্ষণ করে। বিকালে মা বাড়িতে ফিরলে সে ঘটনাটি জানায়। ৯ জুলাই ওই কিশোরীর মামা বাদী হয়ে চান্দিনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ধর্ষণের পর রাকিবকে পালানোয় সহযোগিতার অভিযোগে তার মা ও নানাকেও আসামি করা হয়।

শুক্রবার রাত ১০টার দিকে কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ কৌশলে রাকিবকে ইউনিয়ন পরিষদে এনে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল নতুন কুমিল্লা.কম-কে জানান, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন