কুমিল্লায় জমে উঠেছে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নির্বাচন। আগামী ২০ জুলাই অনুষ্ঠিত হবে ভোট। এই নিয়ে কুমিল্লায় টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের মধ্যে চলছে নানা আলোচনা ও সমালোচনা।
২০১৯-২১ সালের জন্যে এই নির্বাচনে ইতিমধ্যেই সভাপতি সহ ১১ টি পদে একক প্রার্থী থাকায় এই পদগুলোতে ভোট হচ্ছেনা। তবে সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে দু’জন করে প্রার্থী থাকায় এ দুটি পদে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এডভোকেট সৈয়দ নুরুর রহমান।
সাধারণ সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন সময় টেলিভিশনের কুমিল্লার স্টাফ রিপোর্টার বাহার রায়হান ও মাইটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ সাইফ উদ্দিন রনি।
অপর দিকে দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি তানভীর খন্দকার দিপু ও দীপ্ত টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি শাকিল মোল্লা।
দুটি পদে ভোট হলেও কে বিজয়ী হবেন তা আগাম বা নিশ্চিত করে বলতে পারছেনা কেউই। নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে প্রার্থীগণ ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়িবাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। প্রার্থীরা ভোটারদের মনজয় করতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি অঙ্গীকার। এ নির্বাচনটিকে প্রার্থীরা এখন ইজ্জত সম্মানের লড়াই বলে মনে করছেন।
বিজয়ীরা হলেন, সভাপতি পদে হুমায়ূন কবির রনী (ই টিভি), সহ-সভাপতি গোলাম কিবরিয়া (আর টিভি), যুগ্ম-সম্পাদক মোঃ সেলিম রেজা মুন্সী (জি টিভি), সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ (এশিয়ান টিভি), অর্থ-সম্পাদক তাওহিদ হোসেন মিঠু (মোহনা টিভি),
প্রচার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা (এসএ টিভি), সমাজ কল্যান সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী (ডিবিসি), নির্বাহী সদস্য এম ফিরোজ মিয়া (দেশ টিভি), আনোয়ার হোসাইন (বৈশাখী টিভি), সাইয়িদ মাহমুদ পারভেজ (বাংলা ভিশন), মোঃ খালেদ সাইফুল্লাহ (যমুনা টিভি)।
উল্লেখ্য- ৩১ জুন নির্বাচনে তফসিল ঘোষনার পর থেকেই টিভি সাংবাদিক অঙ্গনে চলছে নির্বাচনী আমেজ। নির্বাচনে ভোটার সংখ্যা ২৫জন। আগামী ২০ জুলাই বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে ১২ জুলাই।