কুমিল্লা
রবিবার,২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ চৈত্র, ১৪২৯ | ৩ রমজান, ১৪৪৪
শিরোনাম:
কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন কুসিকে মেয়র প্রার্থী রিফাতের নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের কমিটি

চৌদ্দগ্রামে দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে আল-মক্কা ট্রাভেলসের উদ্যোগে রোববার দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলার মুন্সিরহাট বাজারস্থ প্রতিষ্ঠানের শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মক্কা ট্রাভেলসের স্বত্তাধিকারী আলহাজ্ব মুফতি মোঃ খোরশেদ আলম।

প্রশিক্ষণ প্রদান করেন মুন্সিরহাট ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার, মুন্সিরহাট আয়েশা ছিদ্দিকা মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের। প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক শামছুল আলমের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাজী কবির আহমেদ,

মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা ছিদ্দিকুর রহমান, ডাক্তার মোঃ শামীম, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, মুহা. ফখরুদ্দীন ইমন প্রমুখ। কর্মশালায় বিভিন্ন এলাকা থেকে আগত হজ্জে গমনেচ্ছুকগণ উপস্থিত ছিলেন। এ সময় তাদেরকে হজ্জের ফরজ ওয়াজীব কাজসহ যাবতীয় করণীয় সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে মুফতি আলহাজ্ব মোঃ খোরশেদ আলম বলেন, হজ্জ পালন করা যেমন ফরজ, তেমনই হজ্জের জ্ঞান অর্জন করাও হাজীদের জন্য ফরজ। হজ্জের ফরজ ও ওয়াজীবসহ নির্ধারিত শর্তসমূহ পূরণ করতে না পারলে হজ কবুল হবে না।

হজ্জ পালনের সময় কোন শেরেকী গুনাহ করলে হজব্রত পালনের উদ্দেশ্য ব্যাহত হবে। পবিত্র হজব্রত পালনের সময়ে অস্থিরতা পরিহার করে ধীরস্থীরভাবে সকল শর্তসমূহ পূরণ করে হজ্জ পালন করার জন্য হাজীদের প্রতি আহবান জানান তিনি।

আরও পড়ুন