কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা নগরীতে পানিবন্দি হাজারো মানুষ

রেইসকোর্স এলাকা থেকে তোলা/ ছবি: নতুন কুমিল্লা

গত দু’দিনের বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। পানি নিষ্কাশনের কোনো পরিকল্পনাই কাজে আসছে না। ফলে চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীদের।

সংশ্লিষ্টরা বলছেন, কুমিল্লা সিটি করপোরেশনের বাজেট বেড়েছে। বাড়েনি নাগরিকদের সুবিধা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ও রবিবার (১৪ জুলাই) দুপুরের বৃষ্টিতে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পানিতে তলিয়ে যায়। সেই সাথে নগরীর স্টেডিয়াম রোড, নজরুল অ্যাভিনিউসহ প্রধান সড়ক হাটু পানিতে ডুবে যায়। রেইসকোর্স, দ্বিতীয় মুরাদপুর এলাকায় বাসা বাড়িতে পানি প্রবেশ করে গৃহবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। বিগত দু’দশক ধরে কুমিল্লা শহরের বিভিন্নস্থানে এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আসছে।

লাকসাম রোড এলাকা

রবিবার বিকেলে সরেজমিন ঘুরে দেখা যায়, নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় লাকসাম রোড, নজরুল অ্যাভিনিউ, জিলা স্কুল-ষ্টেডিয়াম রোড, বাদুরতলা, ডাক্তারপাড়া, তালপুকুর রোড, ফয়জুন্নেছা স্কুল রোড, শিক্ষাবোর্ড এলাকা, টমসম ব্রীজ এলাকা, উত্তর চর্থা, দক্ষিণ চর্থা, ঢুলিপাড়া, থিরাপুকুর পাড়, নুরপুর হাউজিং, নতুন চৌধুরীপাড়া, ডিসি রোড, মুরাদপুর, পার্ক রোড, রেসকোর্স, সিটি করপোরেশনের পিছনের সড়কসহ নগরীর বিভিন্নস্থান পানিতে তলিয়ে গেছে।

ড্রেন থাকা স্বত্বেও পানি নামছে না। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে নগরীর বাসা-বাড়ি, দোকান-পাট বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে করে চরম দুর্ভোগে রয়েছে অসংখ্য মানুষ।

কুমিল্লা স্টেডিয়াম মার্কেট এলাকা

আনোয়ার হোসেন নামে কুমিল্লা স্টেডিয়াম মার্কেটের এক ব্যবসায়ি নতুন কুমিল্লা.কম-কে জানান, কুমিল্লা সিটি কপোরেশনের বাজেট বেড়েছে। বাড়েনি নাগরীকদের সুবিধা। সামান্য বৃষ্টি হলেই স্টেডিয়াম মার্কেটসহ জেলা স্কুল সড়টি কোমর পানিতে তলিয়ে যায়। এ সমস্য দীর্ঘ দিনের। এ সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।

নগরীর রেইসকোর্স এলাকার বাসিন্দা নিজাম উদ্দিন রাব্বি নতুন কুমিল্লা.কম-কে জানান, সিটি মেয়র সাক্কু সাহেব শুধু প্রতিশ্রুতি দিয়ে দু’বার নির্বাচিত হয়েছেন। কাজের কাজ কিছুই হয় নি। আগেও সামান্য বৃষ্টি হলে যেমন রেইসকোর্স এলাকা সহ নগরবাসী পানিবন্দী হয়ে থাকতো এখন আগের চেয়ে আরও বেশী অবনতি হয়েছে।

হাউজিং এলাকার বাসিন্দা নূর উদ্দিন মজুমদার নতুন কুমিল্লা.কম-কে জানান, গত ২দিনের বৃষ্টিতে কুচাইতলী মেডিকেল কলেজ থেকে হাউজিং এর ৪ নম্বর সেকশন পর্যন্ত হাটু পানিতে সড়কসহ বাড়ির আঙ্গীনা তলিয়ে গেছে। এর একমাত্র কারণ পরিকল্পিত ভাবে ড্রেনেজ ব্যবস্থা নাকরা এবং নিয়মিত তা পরিষ্কার না করা।

কুমিল্লা শিক্ষা বোর্ড আবাসিক এলাকা

সুত্র জানায়, বিগত দু’বছর ধরে জাপানী উন্নয়ন সংস্থা (জাইকা) এর অর্থায়নে নগরীর রেসকোর্স, শাসনগাছা, বাগিচাগাঁও, ফায়ার সার্ভিস রোড, কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউ, রানীরবাজার, অশোকতলা, ষ্টেশন রোড, পুলিশ লাইন, জেল রোড, ধর্মসাগরের পশ্চিমপাড়, ঝাউতলা, বাদুরতলা, মনোহরপুর,

তালপুকুর রোড, ফয়জুন্নেসা স্কুল রোড, ডাক্তার পাড়া, সদর হাসপাতাল রোড, ছাতিপট্টি, রাজগঞ্জ, মোগলটুলীসহ প্রায় একশ কিলোমিটার এলাকাজুড়ে জলাবদ্ধতা নিরসনে সিটিকরপোরেশন বক্স ড্রেন নির্মাণ করলেও এসব ড্রেন পানি নিস্কাশনে কোন কাজে আসছেনা।

অভিযোগ রয়েছে সিটি করপোরেশনের সুষ্ঠু তদারকির অভাবে এসকল ড্রেনের কাজ অনেক স্থানেই অসমাপ্ত পড়ে রয়েছে।

আবার বিভিন্ন স্থানে ড্রেনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই ঠিকাদার ড্রেন নির্মাণ কাজ শেষ করে ফেলেছে। যার ফলে আবর্জনা জমে পানি চলাচল ব্যহত হচ্ছে। সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অজ্ঞাত কারণে সেগুলো দেখেও না দেখার ভান করায় এখন দূর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।

এ বিষয়ে সিটি মেয়র মো.মনিরুল হক সাক্কুর নতুন কুমিল্লা.কম-কে বলেন, জলাবদ্ধতা নিরষণে মহা পরিকল্পনা করে ড্রেনের কাজ হাতে নেওয়া হয়েছে। কিছু এলাকায় জাক এখনো বাকি আছে। সম্পূর্ণ কাজ শেষ হলে আর জলাবদ্ধতা থাকবে না বলে তিনি জানান।

আরও পড়ুন