কুমিল্লা
বৃহস্পতিবার,২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৩ আশ্বিন, ১৪৩০ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে ‘বঙ্গবন্ধু বই মেলা-২০১৯’

বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও ইতিহাস সঠিক ভাবে তুলে ধরার প্রয়াসে চলতি বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিন ব্যাপী ‘বঙ্গবন্ধু বই মেলা-২০১৯’ ।

রবিবার (১৪ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের তিতাস পার্টি হলে লেখক ও মুক্তিযোদ্ধা ড. নুরন নবীকে প্রধান উপদেষ্টা, কবি মিশুক সেলিমকে আহ্বায়ক, মুজিব সৈনিক নুরুল আমিন বাবুকে সদস্য সচিব করে নিউইয়র্কের প্রগতিশীল সাংস্কৃতিক কর্মী, লেখক, ছড়াকার, চিকিৎসক, মুক্তিযাদ্ধা এবং মুজিব প্রিয়দের নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রধান সমন্বয়কারী লেখক আবু রায়হান, সদস্য সচিব নুরুল আমিন বাবু, যুগ্ম সদস্য সচিব নাট্যকর্মী শিবলী ছাদেক শিবলু, সমন্বয়কারী মাসুদ হোসেন সিরাজী, যুগ্ম আহ্বায়ক ইমদাদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন মিঠু, সম্বয়কারী মাহফুজ হায়দার।

আহ্বায়ক কমিটির সদস্য ছড়াকার মনজুর কাদের, খালেদ শরফুদ্দিন, গোলাম মো: হাসান, মিনহাজ আহমেদ শাম্মুু, শাম্মী আখতার, ইশতিয়াক রুপু, লেখক শামসুদ্দিন আজাদ, ডা: মাসুদ হাসান, মুক্তিযোদ্ধা মোজাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা শরাফ সরকার, আওয়ামীলীগ নেতা শামসুল আবেদীন, হাজী এনাম, মুক্তিযোদ্ধা মোজাহিদ আনসারী, জেড এ জয়, জাহিদ হাসান, স্বীকৃতি বড়–য়া, খান শওকত ও মো: আলিম খান আকাশ। প্রচার কার্যক্রম পরিচালনা করেন সাংবাদিক আব্দুল হামীদ ও নান্টু মিয়া।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুমন মাহমুদ, আবেদা চৌধুরী, আওয়ামীলীগ নেতা সাখাওয়াত বিশ্বাস, দিদারুল ইসলাম, আলী হোসেন গজনবী, সৈয়দ সাজ্জাদ রায়হান, ফাহিম আহমেদ, শহীদুল ইসলাম রাসেল, আমিনুল ইসলাম, হেলাল মিয়া, রাসেল, হাসান, আবীর, রিপু চৌধুরী আলী, আমজাদ হোসেন ও আলী আজগর খান।

সভায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতৃবৃন্দের যোগদান এবং ব্যাপক সমর্থনে বঙ্গবন্ধু বই মেলা-২০১৯ এর আয়োজনকে আরো সার্থক ও বেগবান করবে বলে সকল বঙ্গবন্ধু সৈনিকরা আশা পোষন করেন।

আরও পড়ুন