কুমিল্লা
বুধবার,৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২১ অগ্রহায়ণ, ১৪৩০ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সিএস ই সোসাইটি কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা-১৯ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বিকালে বিজনেজ স্টাডিজ অনুষদের হল রুমে কুমিল্লা অঞ্চলের ৪ টি ইন্সটিটিউশনের মোট ৩৩টি টিমের অংশগ্রহনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মোট তিনটি টিমকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হিসাবে পুরষ্কার দেওয়া হয়। এতে প্রথম স্থান অধিকার করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ‘সিওইউ এন্ড লগ এন্ড লাভ ভার্সন’ নামের একটি টিম, উক্ত টিমকে মোট ৬টি সমস্যার ৫টি পূর্ণাঙ্গ এবং একটির অর্ধেক সমাধান করেন।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় হচ্ছে মেধাবীদের মিলন কেন্দ্র, কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছে। দক্ষতার সাথে এ সময়কে মোকাবেলা করে আমরা এই বিশ্ববিদ্যালয়কে চূড়ান্ত একটি মানে নিয়ে যাব। আর তার জন্য বেশি বেশি জ্ঞান বিতরণী এমন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা আবশ্যক।”

অনুষ্ঠানে প্রকৌশল অনুষদের ডিন ড. সজল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত) ড. মোঃ আবু তাহের, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহামম্মদ কামাল উদ্দিন, সিএসই বিভাগের বিভাাগীয় প্রধান কামাল হোসেন চৌধুরী, অনুষ্ঠানের কনটেস্ট ডিরেক্টর বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান রাজুসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুন