কুমিল্লার চান্দিনায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় খবর পেয়ে রাজিব চক্রবর্তী (২১) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (১৭ জুলাই) দুপুরে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে সে অকৃতকার্য হওয়ায় সন্ধ্যায় তার পড়ার রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নিহত রাজিব চক্রবর্তী উপজেলার মহিচাইল গ্রামের বাড়ই পাড়া এলাকার উত্তম চক্রবর্তীর ছেলে। সে চান্দিনার মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ থেকে বাণিজ্য বিভাগে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের নতুন কুমিল্লা.কমকে জানান, রাজিব চক্রবর্তী এবারের এইচএসসি পরীক্ষায় তৃতীয় বারের মত বাণিজ্য বিভাগ থেকে অংশ গ্রহণ করে ফেল করেছে। রাতে জানতে পারলাম সে আত্মহত্যা করেছে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল ফয়সাল নতুন কুমিল্লা.কমকে এ তথ্য নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।