কুমিল্লা
রবিবার,৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

হোমনায় তিতাস নদীতে পোনামাছ অবমুক্ত করলেন এমপি মেরী

তিতাস নদীতে মাছের পোনা, মতবিনিময় ও আলোচনা সভা, মূল্যায়ন, পুরস্কার বিতরণ আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার হোমনায় সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জুলাই) উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‌্যালি, তিতাস নদীতে রুই, কাতলের পোনা অবমুক্ত করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে তিতাস নদীর ঘাটে গিয়ে শেষ হয়।

এর আগে গত বুধবার মৎস্য অফিসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিহ হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী প্রধান অতিথি হিসেবে র‌্যালিতে অংশ নিয়ে নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ইউএনও আজগর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা মজিদ, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি। আরও বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী, ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান প্রমুখ।

আরও পড়ুন