কুমিল্লা
মঙ্গলবার,৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ আশ্বিন, ১৪৩০ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুবিতে ছাত্রলীগের উদ্যােগে সড়কে স্পিড ব্রেকার নির্মাণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে স্পিড ব্রেকার নির্মাণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ নেতাকর্মীদের নিয়ে এ স্পিড ব্রেকার নির্মাণ করেন ।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক একটি স্পিড ব্রেকার নির্মাণ করা হয়। পর্যায়ক্রমে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হল ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল সংলগ্ন রাস্তায় আরও দুইটি স্পিড ব্রেকার নির্মাণ করা হবে বলে জানা যায়। এসময় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা নিজ হাতেই স্পিড ব্রেকারগুলো নির্মাণ করেন।

এ সড়কে পর্যাপ্ত জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকার না থাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে যেকোন সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে শিক্ষার্থীরা এমন দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা। যার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ উদ্যোগ নেয়।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ নতুন কুমিল্লা.কম-কে বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এই উদ্যোগ নিয়েছি। সাধারণ শিক্ষার্থীদের যেকোন দাবিতে শাখা ছাত্রলীগ সবসময় পাশে আছে থাকবে।

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ নতুন কুমিল্লা.কম-কে বলেন, বিশ্ববিদ্যালয়ের সামনে যানবাহনগুলো বেপরোয়া গতি চলার কারণে শিক্ষার্থীরা যেকোন সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে। প্রশাসন যেহেতু কোন উদ্যােগ নিচ্ছে না তাই শাখা ছাত্রলীগের উদ্যােগে স্পিড ব্রেকার নির্মাণ করা হচ্ছে ।

এ সময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়জুল ইসলাম ফিরোজ, তৌহিদুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখার সাধারণ সম্পাদক রাফিউল আলম দিপ্ত, কাজী নজরুল ইসলাম হল শাখার সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক আশিক আব্দুল্লাহসহ শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন