হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টার্ণ ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সনাতন ধর্মাবলম্বী লোকজন।
শনিবার (২০ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ওই দাবী জানান দেবীদ্বার উপজেলার দক্ষিণাঞ্চলের সনাতন ধর্মাবলম্বী সাধারণ জনগণ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প এর কাছে মিথ্যা ষড়যন্ত্র মূলক ও বানোয়াট তথ্য দেওয়া প্রিয়া সাহা দেশদ্রোহী। তার বক্তব্য শুধু বাংলাদেশকে নয়, বাঙ্গালী জাতি ও হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টার্ণ সম্প্রদায়কে কলঙ্কিত করেছে।
এসময় বক্তারা সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে সোচ্ছার হওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বরকামতা ইউনিয়নের ৫নং ওয়ার্ড সভাপতি তপন কুমার দত্ত, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক যাদব রায়, শ্যামল কর, সুনীল সূত্রধর, সেফাল দত্ত, উত্তম পাল, দিলীপ দাস, লক্ষণ ঘোষ প্রমুখ।