কুমিল্লা
শুক্রবার,১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে ২১ ছাত্রী হাসপাতালে!

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অন্তত ২১ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য সবাইকে স্থানীয় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সোমবার (২২ জুলাই) বিকেলে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ক্লাস চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চক্রবর্তী নতুন কুমিল্লা.কমকে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের ৬ষ্ঠ ঘণ্টার ক্লাস চলাকালীন সময়ে প্রথমে ৮ম শ্রেণির তিনজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ সময় অন্যান্য ছাত্রীরা এগিয়ে এসে তাদের মাথায় পানি দেয়ার সময় আরও অন্তত ১২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।

এ ঘটনা জেনে অসুস্থ ছাত্রীদের দেখতে আসার পর ওই বিদ্যালয়ের ৯ম শ্রেণির আরও অন্তত ৬ জন ছাত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এতে আমরা হতবিহবল হয়ে পড়ি। তাৎক্ষণিকভাবে তাদেরকে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান নতুন কুমিল্লা.কমকে জানান, গণমনস্তাত্ত্বিক রোগ থেকে এমন ঘটনা ঘটতে পারে। এটা এক ধরণের মানসিক রোগ। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন