কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গলায় গামছা পেচিয়ে ফাঁ-স দিয়ে আত্ম -হ-ত্যা করেছে ইয়াছিন নামের (১২) বছরের এক কিশোর।
সোমবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার চান্দলা ইউনিয়নের দধিখলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর ইয়াছিন চান্দলা দধিখলা গ্রামের মুন্সিবাড়ীর হোসেন মুন্সির ছেলে।
নি হতের বাবা হোসেন মুন্সি নতুন কুমিল্লা.কমকে জানান, আমার ছেলে শাকিল মাগরিবের পূর্বে ছাগল আনতে বাড়ির পাশে পুকুর পাড়ে যায়। সেখানে গিয়ে দেখে আমার ছোট ছেলে ইয়াছিন কাপড় ছড়ানোর জি আই তারের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁ স লাগিয়ে ঝুলে আছে।
এ সময় চিৎকার করলে আমরা ঘটনাস্থলে গিয়ে আমরা ইয়াছিনকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর ডাক্তার ইয়াছিনকে মৃ ত ঘোষণা করেন।