কুমিল্লার আদর্শ সদর ও নাঙ্গলকোটে পৃথক স্থানে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩) দুপুরে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের ধনুয়াখোলা গ্রামে চাচাতো ভাই-বোন বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৃত শিশুরা হলো- ধনুয়া খোলা গ্রামের ফজলু মিয়ার ছেলে হাবিব (৩) ও ফজলু মিয়ার ভাই আবাদ মিয়ার মেয়ে ফাহমিদা আক্তার (৪)।
কালির বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেকান্দর আলী নতুন কুমিল্লা.কমকে এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন।
নাঙ্গলকোট প্রতিনিধি জানান, জেলার নাঙ্গলকোটে দীঘির পানিতে ডুবে শিমরান (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে নাঙ্গলকোট পৌরসভার গোত্রশাল গ্রামের সৌদিআরব প্রবাসী সোলাইমানের মেয়ে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, নাঙ্গলকোট পৌরসভার গোত্রশাল গ্রামের সৌদিআরব প্রবাসী সোলাইমানের মেয়ে শিমরান মঙ্গলবার দুপুরে পরিবারের সবার অজান্তে খেলার ছলে বাড়ির পাশ্ববর্তী গোত্রশাল দীঘিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশ্ববর্তী দীঘিতে তাকে ভাসতে দেখেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।