কুমিল্লা
শুক্রবার,৯ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৯ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বুড়িচংয়ে তিন হাজার অ বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ও পীরযাত্রাপুর ইউনিয়নের ২১টি গ্রামের তিন হাজারের বেশি অ বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) এসব সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রা ম্যমাণ আদালত ও বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। এ সময় প্রায় তিন কিলোমিটার অবৈধ গ্যাস লাইন তুলে ফেলা হয়।

বাখরাবাদ সূত্রে জানায়, একটি চ ক্র দীর্ঘদিন ধরে ষোলনল ও পীরযাত্রাপুর ইউনিয়নের ২১টি গ্রামে অ বৈধ গ্যাস সংযোগ দিয়ে আসছিল। ইতোমধ্যে ২০ কিলোমিটার পাইপ লাইন টেনে প্রায় তিন হাজার গ্যাস সংযোগ দিয়ে সংযোগ প্রতি ৩০ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা।

এ তথ্য পেয়ে মঙ্গলবার সকাল থেকে কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাহী ম্যা জিস্ট্রেট এস এম ফয়সালের নেতৃত্বে র‌্যাব কর্মকর্তা প্রণব কুমার, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-ব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম, রবিউল হক, হেলাল উদ্দিন ও পুলিশের যৌথ অভিযানে কুমিল্লার আমতলী কামারখাড়া ব্রিজ এলাকা থেকে বুড়িচং ষোলনল ইউনিয়ন পর্যন্ত অ বৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফয়সাল নতুন কুমিল্লা.কমকে জানান, অ বৈধভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার এ অভিযান চলবে। অ বৈধ সংযোগকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন