কুমিল্লা
শুক্রবার,৯ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৯ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

সদর দক্ষিণে জাপান মোটরসের স্বত্তাধিকারী ওমর ফারুক আর নেই

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, জাপান মোটরসের স্বত্তাধিকারী মো. ওমর ফারুক আর নেই। মঙ্গলবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। তিনি পিতা-মাতা, স্ত্রী ও ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহি রেখেগেছেন।

ওমর ফারুক সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের হোসেনপুর (দক্ষিণ পাড়া) গ্রামের আবদুর রশিদের বড় ছেলে।

তার পিতা আবদুর রশিদ নতুন কুমিল্লা.কমকে জানান, ফারুক গত ১১ রমজান শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলওয়ে ওভারপাস এর উপরে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন।

খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকায় স্থানন্তর করা হয়। এর পর থেকে ওমর ফারুক ঢাকা মেডিকেল কলেজ, মেট্টপলিটন হসপিটাল, পপুলার হসপিটাল, আদ-দ্বিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (২৩) ভোর সাড়ে ৫টার দিকে পদ্মা জেনারেল হাসপাতালে মারা যান।

মঙ্গলবার বাদ আছর তার নিজ গ্রাম হোসেনপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিজয় পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মাসুদ, হাড়াতলী ডিএস দাখিল মাদ্রার সুপার মাওলানা মো. নজির সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ওমর ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, বিজয় পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মাসুদ, কুমিল্লার বিশিষ্ট প্রিন্টিং ব্যবসায়ী সাংবাদিক জাহিদ পাটোয়ারী, রিকো কোম্পানীর কুমিল্লা জেলা মার্কেটিং ম্যানেরজার মো. আবু মুছা,

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ২০০৭-০৮ অনার্স শিক্ষা বর্ষের তার বন্ধু মহলসহ পদুর বাজার বিশ্বরোড এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ।

আরও পড়ুন