কুমিল্লার চৌদ্দগ্রামে ছেলেধরা গু জবের বিরুদ্ধে জনগণকে সচেতন করার লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে থানা পুলিশ।
বুধবার (২৪ জুলাই) দুপুরে স্থানীয় ডলি রিসোর্ট অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ।
জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে বক্তব্য রাখেন থানার সেকেন্ড অফিসার নাসির উদ্দিন, সাংবাদিক মজিবুর রহমান বাবলু, মাহবুবুর রহমান মিয়াজী, আবদুল জলিল রিপন, মোঃ আকতারুজ্জামান, মোঃ এমদাদ উল্যাহ, আবু বকর সুজন, আক্তারুজ্জামান মজুমদার, বেলাল হোসাইন, আবদুল মান্নান, গোলাম রসুল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ কুদ্দুস, মিজানুর রহমান মিনু, জানে আলম, হাসান মুহাঃ জহির, আনিসুর রহমান, শাহিন আলম, মনোয়ার হোসেন মুন্না, ফখরুদ্দিন ইমন, কামাল হোসেন, কাজী সেলিম, এসআই শরীফুল ইসলাম, এসআই জাহাঙ্গীর প্রমুখ।
ইতোমধ্যে পুলিশের উদ্যোগে গু জবের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্নস্থানে মতবিনিময় ও লিফলেট বিতরণ করা হয়েছে। যে সকল ফেসবুক আইডি থেকে গুজব ছড়ানো হচ্ছে-তাদের সনাক্তকরণ ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ।