কুমিল্লার নাঙ্গলকোটে আবুল কালাম আজাদ নামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ, ছাত্রীদের গায়ে হাত দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ক্লাস বর্জন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৪ জুলাই) উপজেলার ঢালুয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে ওই শিক্ষকের বিচার দাবী করে বিভিন্ন লেখা সম্বলিত হাতের লেখার পেস্টুন প্রদর্শন করে দফায় দফায় বিক্ষোভ করে এবং ওই শিক্ষকের অপসারনের দাবী জানান।
সরেজিমেনে গিয়ে জানা যায়, মঙ্গলবার ওই বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র সাজ্জাদ হোসেন ইমন তার সহপাঠী এক ছাত্রীর সাথে বেঞ্চে বসা নিয়ে ঝগড়া করে। এরপর ওই ছাত্রী মুখ ঘোমড়া করে বসে থাকতে দেখে শ্রেণি শিক্ষক জাহাঙ্গীর আলম উভয় ছাত্র-ছাত্রীকে সহাকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের নিকট পাঠায়।
শিক্ষক আবুল কালাম ম্যানেজিং কমিটির সদস্য বা প্রধান শিক্ষককে না জানিয়ে ওই ছাত্রকে বেধড়ক পিঠিয়ে ও গাল মন্দ করে থানা পুলিশের নিকট সোপর্দ করে। এ ঘটনার জের ধরে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয়ের মাঠে বিক্ষোভ ও ওই শিক্ষকের অপসারনের দাবীতে প্রধান শিক্ষক বেলাল হোসেন মজুমদারের নিকট ৮টি অভিযোগ দায়ের করেন।
শিক্ষার্থীরা অভিলম্বে ওই শিক্ষককে চাকুরিচ্যুত না করলে বিদ্যালয়ে কোন শিক্ষার্থী ক্লাস করবে না বলে কঠোর হুশিয়ারী দেন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাদের দাবী মানতে প্রধান শিক্ষককে সময় বেঁধে দেন।
বিক্ষোভকারী নবম শ্রেণির ছাত্রী মাইশা আক্তার, নাফিজা আক্তার, নুসরতা জাহান কান্না জড়িত কন্ঠে নতুন কুমিল্লাকে বলেন, শিক্ষক আবুল কালাম আজাদ সব সময় ক্লাসে গেলে আমাদের গায়ে হাত দিয়ে জড়িয়ে ধরে, তোদেরকে আমার ছেলের বৌ বানবো, তোদের মোবাইল নাম্বার দিস বলে বিভিন্ন কুপ্রস্তাব দেয়। আমরা ক্লাসে আসতে ভয় পাই। তাই ওই শিক্ষককে দ্রুত চাকুরিচ্যুত করার জন্য দাবী জানান তারা।
দশম শ্রেণীর ছাত্র সাজ্জাদুল ইসলাম ঈমন, মেহেদী হাছান, কামরুল ও ইস্রাফিল হোসেন নতুন কুমিল্লাকে বলেন, আমরা ক্লাসে গেলে স্যার অকাথ্য ভাষায় গালমন্দ করে। এ ছাড়াও তিনি বহু নারী কেলেঙ্কারী ঘটনার সাথে জড়িত। পবিত্র বিদ্যালয়ে অপবিত্র শিক্ষককে থাকতে দেয়া হবে না। যতক্ষন পর্যন্ত আমাদের দাবী মানা হবে না ততক্ষন পর্যন্ত আমরা ক্লাসে ফিরো যাবো না।
এ বিষয়ে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজদের মুঠো ফোনে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চেয়ারম্যান নাজমূল হাছান ভূঁইয়া বাছির বলেন, মুঠো ফোনের মাধ্যমে আমি ঘটনাটি জানতে পারি। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল ৩টা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভায় আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের অভিাযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভার সিদ্ধান্তের মাধ্যমে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।