হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের উদ্যোগে কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৭ জুলাই) কলেজ মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভণিং বডির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম।
অন্যদের মধ্যে বক্তব্যরাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, হোমনা- মেঘনা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার, ওসি সৈয়দ মো. ফজলে রাব্বি, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও রিনা আমির, অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, প্রভাষক সুলতানা রাজিয়া প্রমুুখ।