কুমিল্লা
শনিবার,৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৩ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মুরাদনগরে গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

‘‘গুজবে কান দিবনা আইন নিজের হাতে তুলে নিবো না’’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের কাজী নোমান আহম্মেদ ডিগ্রী কলেজ ও কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ে গুজব প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জুলাই) সকালে কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ে ও সকাল ১১টায় কাজী নোমান আহম্মেদ ডিগ্রী কলেজ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম বলেন, একটি কুচক্রিমহল দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে যে, পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে তা না হলে পদ্মাসেতুর পিলার বসবে না।

এটা সম্পূর্ণ গুজব। এইসব গুজবে কেউ কান দিবেন না। সেতু নির্মানে প্রয়োজন হয় রড, সিমেন্ট, আর বালি কেউ যদি বলে তার সাথে মানুষের মাথা ও রক্ত লাগবে যারা এ ধরনের মিথ্যা গুজব ছড়ায় তাহলে আপনারা সেই গুজব কারিকে আইন-শৃঙ্খলাহিনীর হাতে তুলে দিন। তবে কেউ গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না।

পৃথক অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজ উদ্দিন ও কাজী নোমান আহম্মেদ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, সদর ইউপি সদস্য আক্তার হোসেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামীম, মুরদনগর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন চৌধূরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কাজী নোমান আহম্মেদ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ খোরশেদ আলম, ডা. মনিরুজ্জামান, শাখাওয়াত হোসেন, মোঃ সোলেমান, আবদুছ ছাত্তার, মাওলানা আবদুল হাফিজ, দ্বিন দয়াল পাল, মোঃ সাহনূর, মোঃ জসিম উদ্দিন, মোঃ সফিকুর রহমান, তরিকুল্লাহ, বশিরুল ইসলাম, মোঃ ইসাক মিয়া,

মনিরুল ইসলাম, মিতু পাল, ছায়মা আক্তার, জান্নাতুল ফেরদৌসী, মোঃ সোহেল রানা, বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য সফিকুল ইসলাম ছবি, আনোয়ারুল ইসলামসহ সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুন