কুমিল্লার লাকসামে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মা দক কারবারি দেবর-ভাবীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৮ জুলাই) তাদেরকে আদালতে মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন লাকসাম পৌরসভার গাজীমুড়া পশ্চিমপাড়া গ্রামের মা দক সম্রাট আরাফাত হোসেন মুরাদের স্ত্রী বিলকিছ আক্তার মুন্নি (৩২) ও তার ছোট ভাই আরমান হোসেন আজাদ (২৫)।
পুলিশ সূত্র জানায়, শনিবার বিকেলে ইয়াবাসহ স্থানীয় লোকজন তাদেরকে আটক করে লাকসাম থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে দুই জনের দেহ তল্লাশী করে মুন্নির কাছ থেকে দেড়শ’ পিস ও আজাদের কাছ থেকে ১শ’ পিস ইয়াবা জব্দ করে।
লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম নতুন কুমিল্লা.কমকে জানান, এ ঘটনায় মা দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় করাগারে পাঠানো হয়েছে।