হোমনা উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উদ্যেগে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, স্টল স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুলাই) শোভাযাত্রা শেষে ‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহান মজিদ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম। ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা ও সভায় উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা মোতাহার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন,
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসালাম, দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, সদস্য মো. মাহবুবুর রহমান খন্দকার প্রমুখ।
এর আগে অতিথিরা মেলায় স্থাপিত বিভিন্ন গাছ ও পরিবেশ সুরক্ষায় গাছের যতেœ ব্যবহার্য সরঞ্জামাদীর ৮টি স্টল পরিদর্শন করেন। পরে মেলায় আগত ছাত্র-ছাত্রীদের মাঝে ফলের চারা বিতরণ করা হয়।