কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণে বোগদাদ বাসের চাপায় সিএনজি চালিত অটো রিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ যাত্রী। তাদেরকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চাঁদপুর থেকে বেপরোয়া গতিতে ছেঁড়ে আসা কুমিল্লা গামী বোগদাদ বাসটি কুমিল্লা সদর দক্ষিণের চাঁদপুর নামক স্থানে একটি যাত্রীবাহী অটো রিকশাকে চাপা দিলে ধুমড়ে মুচড়ে যায়। এ সময় বাসটি পালিয়ে যাওয়ার সময়ে উত্তেজিত চালকসহ বাসটি পদুয়ার বাজার বিশ্বরোড আটক করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে চালকসহ বাসটি নিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
রাত সাড়ে ৮টার দিকে আহতদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ইমাজেন্সি বিভাগ।
এ ব্যাপারে লালমাই হাইওয়ে ফাড়ির ইনচার্জ জিয়াউল চৌধুরী নতুন কুমিল্লাকে জানান, বোগদাদ বাসের চাপায় অটো রিকশার ৫ যাত্রী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে বলে খবর পেয়েছি। তবে নিহত হয়েছে কিনা বলতে এখনো সঠিক বলতে পারছি না।