কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশা নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গর প্রকোপ থেকে বিশ্ববিদ্যালয়কে মুক্ত রাখতে কুমিল্লা সিটি কর্পোরেশন ও বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যেগে এ দিনব্যাপী অভিযান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী এ অভিযানটি উদ্বোধন করেন।বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু করে বিভিন্ন অনুষদ, উপাচার্যের বাসভবন, ডর্মেটরি এবং আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আবু তাহের, বিজ্ঞান অনুষদের ডিন ড. এ কে এম রায়হান উদ্দিন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মোহাম্মদ জুলহাস মিয়া, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে প্রভোস্ট মোঃ সাদেকুজ্জামান এবং কুসিকের কর্মকর্তা প্রমুখ।