কুমিল্লার চৌদ্দগ্রামে ১৫০ বোতল ফেনসিডিল ও ১০০ পিস ইয়াবাট্যাবরলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলো; বাতিসা ইউনিয়নের আটগ্রামের মৃত তিতু মিয়ার ছেলে রাসেল, জয়নাল আবেদীনের ছেলে আবদুল মমিন ও পৌরসভার মধ্যম ফালগুনকরার আবদুল মান্নানের ছেলে আবু তালেব ভু্ইঁয়া শিপন।
চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন নতুন কুমিল্লা.কমকে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার আটগ্রামে মাদক ব্যবসায়ী মমিনের বাড়িতে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফে নসিডিল ও ১০০ পিছ ইয়াবাট্যাবলেট সহ মমিন, রাসেল ও শিপনকে আটক করা হয়।
এ ঘটনায় তিনি জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মা ম লা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাকারে পাঠানো হয়েছে বলে এসআই নাসির উদ্দিন জানান।