কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (৩০জুলাই) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত।
এ তথ্য নিশ্চিত করে নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত নতুন কুমিল্লা.কমকে জানান, মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে হোটেল আমানিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও প্রকাশ্যে ধূমপান করার দায়ে ছালামত উল্যাহ নামে এক ব্যক্তিকে ১শত টাকা জরিমানা করা হয় বলে তিনি জানান।